কুমিল্লায় নৌকা প্রতীকে সিল মারা ব্যালট উদ্ধার
দেশের দুটি ভোটকেন্দ্র থেকে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল আটটার দিকে কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বারের এ ঘটনা ঘটে। পরে এটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘চান্দিনায় সিল মারা ব্যালট জব্দ করে বাতিল করা হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। দেবীদ্বারের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের মোন্তাকিম আশরাফ বলেন, ভোরে ব্যালট পেপার আসার পরই নৌকার কর্মীরা ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন। এরপর যারা ভোট দিতে আসেন, তাদের হাতের সিল মারা ব্যালট পেপার ধরিয়ে দেয়া হয়। তখন বিষয়টি জানা যায়। দোল্লাই নবাবপুর উচ্চবিদ্যালয়, নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চান্দিনার অন্তত তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েকটি কেন্দ্রে নৌকার লোকজন সুযোগ পেলেই জাল ভোট মারে। এর মধ্যে পদ্মকোট ভোটকেন্দ্রে জাল ভোট দিয়ে বাক্সে ভরা হয়। কিন্তু বাইরে ভোটার উপস্থিত ছিল হাতে গোনা কয়েকজন। আমার কর্মী ও এজেন্টরা চ্যালেঞ্জ করলে বিষয়টি ধরা পড়ে।’