টানা ছুটির কারণে ভোটারের উপস্থিতি কম: পররাষ্ট্রমন্ত্রী
টানা ছুটির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার বাড়বে। বললেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেট মহানগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট প্রদান শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ছুটির দিন। উৎসবের দিন, ভোটের দিন। বিএনপির হরতাল ঢংঢাং। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। যেভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট হচ্ছে, আমরা চিন্তিত নই।
মোমেন বলেন, গেলো সিলেট সিটি নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পড়েছিল। এটি ভালো। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে একবার এসেছে ৩৮ শতাংশ, আরেকবার এসেছে ৪৪ শতাংশ।
পররাষ্ট্রমন্ত্রী সবশেষে ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদী। একই সঙ্গে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।