জাতীয়

কিশোরগঞ্জে এমপি হলেন সাবেক ৩ রাষ্ট্রপতির সন্তানেরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী ২২৪ টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। আর জাতীয় পার্টি ১১ টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। অন্যান্যরা ১টি আসন পেয়েছে। দেশের তিন জন সাবেক সফল রাষ্ট্রপতি, যাদের বাড়ি কিশোরগঞ্জ। তাদের সন্তানরাই আজ নৌকার মাঝি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন রাষ্ট্রপতির সন্তানই বিজয়ী হয়েছেন। তারা হলেন-

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম)

এ আসনে বেসরকারি ফলাফলে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দলীয় লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল ওয়য়হাব পেয়েছেন ৩ হাজার ৭৩৫ ভোট।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)

এ আসনে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছেলে বিসিবি সভাপতি নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রুবেল তিন হাজার ২০৬ ভোট পেয়েছেন।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর)

এ আসনে বেসরকারি ফলাফলে বড় ভাইকে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী সৈয়দ জাকির নূর লিপি। তিনি নৌক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৭৬২ ভোট। লিপি সাবেক রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট।

কিশোরগঞ্জে ছয়টি আসনের বেসরকারিভাবে ফলাফলে চারটিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন