ক্রিকেট

ক্রিকেটকে সময় দিতে রাজনীতি ছাড়লেন রাইডু

ক্রিকেটকে সময় দিতে রাজনীতিতে যোগ দেওয়ার সপ্তাহ খানেকের মধ্যে সিদ্ধান্ত পালটে ফেললেন অম্বাতি রাইডু।  গেল বছর ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতের রাজ্য অন্ধ্র প্রদেশের ক্ষমতাসীন দলে ঘটা করে যোগ দেওয়ার পর ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের সিদ্ধান্ত বদলের কারণ সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে সময় দেওয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আচমকা ঘোষণা দিয়ে রাইডু লেখেন, ‘সবাইকে জানানো যাচ্ছে যে আমি ওয়াইএসআরসিপি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। নির্দিষ্ট সময়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। ধন্যবাদ।’

এরপর আরেকটি পোস্টে রাইডু জানান, ‘আমি, অম্বাতি রাইডু, ২০ জানুয়ারি থেকে দুবাইয়ে আসন্ন আইএল টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ানসের প্রতিনিধিত্ব করব। পেশাদার খেলা চালানো অবস্থায় রাজনৈতিক দিক দিয়ে অসম্পৃক্ত থাকা দরকার আমার।’

২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাইডু।

এ সম্পর্কিত আরও পড়ুন