আন্তর্জাতিক

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, মালদ্বীপের তিন মন্ত্রী বরখাস্ত

ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করায় মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে তাদের সরকার।

সোমবার (৮ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মালদ্বীপ সরকারের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী ভারতকে ‘অবমাননা’ করে দেয়া কিছু পোস্টের বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি পদে থাকাকালীন যারা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট করেছেন তাদের এখন চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

বরখাস্ত হওয়া মন্ত্রীরা হলেন, মালশা শরীফ, মরিয়ম শিউনা এবং আবদুল্লাহ মাহজুম মজিদ।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি।

তার পরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। মোদিকে ‘জোকার’, ‘সন্ত্রাসী’ ও ‘ইসরায়েলের হাতের পুতুলও’ আখ্যা দেন তারা।

এ ঘটনায় মালদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা অসংখ্য ভারতীয় পর্যটক, শেষ মুহূর্তে ভ্রমণ বাতিল করছেন। ফেসবুকে প্লেনের টিকিট ও হোটেল বুকিংয়ের স্ক্রিনশট শেয়ার করে ‘বয়কট মালদ্বীপ’ প্রচারণাও শুরু করেছেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন