দেশজুড়ে

জামানত হারালেন শমসের মবিন চৌধুরী

পরাজিত হওয়ার পরে এবার জামানত হারালেন তৃনমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী। সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি। এই আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও  সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গেলো রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন ঘোষিত ফল  অনুযায়ী, বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ পেয়েছেন  ৫৭ হাজার ৭৭৮ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট। আর শমসের মবিন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট।

আসনটিতে ভোট পড়েছে এক লাখ ১৬ হাজার ৭০২টি।

নির্বাচনী বিধি অনুযায়ী, জামানত রক্ষায় প্রার্থীদের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হবে। সেই হিসাবে জামানত বাতিলের তালিকায় রয়েছেন শমসের বিন। জামানত রক্ষায় তার প্রয়োজন ছিল কমপক্ষে ১৪ হাজার ৫৮৭ ভোট। কিন্তু এর থেকে ৩ হাজার ৬৫১ ভোট কম পাওয়ায় জামানত হারান শমসের মবিন চৌধুরী।

একই আসনে  জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন।

প্রসঙ্গত, এর আগে একাদশ জাতীয় নির্বাচনে বিকল্পধারার প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছিলেন শমসের মবিন চৌধুরী।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন