বিয়ের ৮ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রুমা আক্তার (২৬)। শিশুগুলোর সময়ের আগেই ২৯ সপ্তাহে জন্ম হয়েছে। তাদের ওজনও কম। তাই শিশুদের নবজাতক বিভাগের এনআইসিইউতে রাখা হয়েছে।
সোমবার ( ৮ জানুয়ারি) সকালে স্বাভাবিকভাবে এসব শিশুর জন্ম হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হকের তত্ত্বাবধানে ওই শিশুর জন্ম হয়।
অধ্যাপক নাজমা হক বলেন, সদ্যোজাত শিশুদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। এদের মধ্যে একটি মেয়ের মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঢামেক সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাতে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রুমা আক্তার (২৬)। পরে সকাল তাঁকে লেবার রুমে নেয়া হয়। ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। পরে একে একে চার সন্তান জন্ম দেন।
পারিবারিক সূত্র জানায়, রুমা আক্তারের বাড়ি চাঁদপুর সদর উপজেলার দাশাদী গ্রামে। তার স্বামীর নাম শহিদ মোল্লা। তিনি সৌদি প্রবাসী।
রুমা আক্তারের বোন মাকসুদা বলেন, রুমার বিয়ের আট বছর হলেও তাঁর কোনো সন্তান হচ্ছিল না। বোনের সন্তান হওয়ায় পরিবারের সবাই খুব খুশি।
এএম/