আর্কাইভ থেকে বাংলাদেশ

টুইটার কেনার চুক্তি স্থগিত করলো ইলন মাস্ক

সাময়িকভাবে টুইটার কিনে নেওয়ার চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে ।  ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে বলে বিভিন্ন রিপোর্টে দাবি  বলা হয়।

সেই দাবির পক্ষে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে বলে শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছেন মাস্ক ।

এপ্রিলের শেষ দিকে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন এলন মাস্ক। এজন্য ব্যাংক থেকে ইতোমধ্যে বিপুল পরিমাণ ঋণও নিয়েছেন তিনি।

সেই ঋণ পরিশোধজনিত চাপ কমাতে কোম্পানির দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকজন কর্মীকে মাস্ক ছাঁটাই করবেন বলে গুজব ছড়িয়েছিল; কিন্তু আপাতত মাস্ক ক্রয় বিষয়ক চুক্তি স্থগিত করায় দ্রুত কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা আপাতত নেই।

এলন মাস্ক বরাবরই নিজেকে বাক স্বাধীনতার পক্ষে বলে দাবি করেন।  গত মাসে টুইটার কেনার সিদ্ধান্ত জানানোর পাশপাশি মাস্ক বলেছিলেন, টুইটারের মালিক হওয়ার পর এই মাইক্রোব্লগিং সাইটের সব ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন