বাংলাদেশ

কালিহাতী থানা ঘেরাও, সড়ক অবরোধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকীর কর্মীদের থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জেলার কালিহাতী থানা ঘেরাও এবং টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে তার কর্মীসমর্থকরা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আবদুল লতিফ সিদ্দিকী ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট। লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ আসন থেকে এর আগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

লতিফ সিদ্দিকীর ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে পরাজিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহানের সঙ্গে। অনুপম শাহজাহান ৯৬ হাজার ৪০১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের সিদ্দিকী গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট।

এ সম্পর্কিত আরও পড়ুন