আ. লীগের জয় শেখ হাসিনার উপর জনগণের আস্থার প্রমাণ: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে জয় প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের প্রতি দেশটির জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ। দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগ জয়ী হওয়ায় দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সংবাদ সংস্থা ইউএনবি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বিক্রমাসিংহে আস্থা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভাণ্ডার বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য অব্যাহত থাকবে।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আগামী বছরগুলোতে এই বহুমুখী সম্পর্ক আরও জোরদার ও সুসংহত হবে।
এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানান।
এই সফর শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হস্তক্ষেপ এবং বিশেষ করে সাম্প্রতিক অতীতে বাংলাদেশ সরকার শ্রীলঙ্কায় যে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে তা গভীর প্রশংসার সঙ্গে স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সম্পৃক্ততা এবং শ্রীলঙ্কা ও এর জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছাড়া এই সময়োপযোগী সহায়তা সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুখ ও ব্যক্তিগত কল্যাণ এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।