১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করলো বিএনপি
১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি। সভার শুরুতেই রাজপথে অব্যাহত আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য জোট নেতাদের ধন্যবাদ জানায় বিএনপি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জোটের নেতারা।
জোটের এক নেতা জানান, বৈঠকে ভোট বর্জনের জন্য বিএনপি দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানায়। দেশের ৯৭ ভাগ মানুষ কেন্দ্রে ভোট দিতে যায়নি। ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে বলে মনে করে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় চলমান আন্দোলন অব্যাহত এবং আরো কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানান জোট নেতারা।
প্রসঙ্গত, বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারসহ জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।