এবারের মন্ত্রিসভায় নতুন মুখ যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কারা কারা থাকছেন এবারের মন্ত্রিসভায়। অবশেষে পূর্ণমন্ত্রীর দায়িত্ব নেয়ার জন্য ২৫ এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার জন্য ১১ জনকে ফোন করা হয়েছে। এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
বুধবার (১০ জানুয়ারি) রাতে নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ৩৬ জনকে ফোন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন তারা। প্রথমে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে এবারের মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাচ্ছে। তারা হলেন: আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫) আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নতুন মুখ- বেগম সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।
এএম/