আর্কাইভ থেকে বাংলাদেশ

অবৈধ জ্যামার-নেটওয়ার্ক বুস্টারসহ গ্রেপ্তার ২

বিপুল পরিমাণ অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আবু নোমান ও সোহেল রানা।

রোববার (১৫ মে) দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। 

তিনি জানান, আসামিরা অপচেষ্টা চালিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অপরাধীদের সম্পর্কে নিশ্চিত হয়েই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। 

আরিফ মহিউদ্দিন আরও জানান, চীন থেকে ৯ থেকে ৩০ হাজার টাকায় অবৈধভাবে এসব সরঞ্জাম আমদানি করে নোমান ও সোহেল । এরপর ই-কমার্স পেজ এবং  ওয়েবসাইটের মাধ্যমে উচ্চমূল্যে পেশাদার অপরাধীদের কাছে বিক্রি করতো।  অপরাধীরা এই জ্যামার, রিপিটার এবং নেটওয়ার্ক বুস্টার দিয়ে যেকোনো এলাকায় মোবাইল ফোন সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অপকর্ম করতে পারে। 

এসব সরঞ্জামের অবৈধ ব্যবসায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।  

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন