প্রেম-লিভ ইন-মৃত্যু, অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৃত্যুর ১৭ ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে রিল ভিডিও পোস্ট করেছিলেন টেলি অভিনত্রী পল্লবী দে। শেষ কয়েক ঘণ্টায় কী এমন ঘটে গেল যে আত্মহত্যা করতে হল টালিউডের উঠতি অভিনেত্রীকে? বাঙুর হাসপাতালের সামনে জড়ো হওয়া টলিউড অভিনেতাদের ভিড়ে আপাতত এই প্রশ্নটিই ঘুরে ফিরে আসছে।
রোববার সকাল ৯টা ৫০ মিনিটে পল্লবীকে তাঁর গড়ফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার গলায় জড়ানো ছিল বিছানার চাদর। তবে ঘরে কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ।
পল্লবী ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। রোববার শ্যুটিংয়ে যাওয়ারও কথা ছিল তার।
সহ অভিনেতা ভরত কল জানিয়েছেন, একদিন আগেও তারা একসঙ্গে শ্যুটিং করেছেন। তখনও বেশ হাসিখুশিই ছিলেন অভিনেত্রী।
ভরতের মতোই পল্লবীর সহকর্মীরা জানিয়েছেন, বরাবরই প্রাণবন্ত ছিলেন পল্লবী। সহ অভিনেতাদের নিয়ে ইনস্টাগ্রামে প্রায়শই রিল বানাতেন পল্লবী। শেষদিন শ্যুটিংয়েও সবার সঙ্গে হেসেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।
ডাকনাম মিষ্টু। বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে। তবে সেখান থেকে মাস কয়েক আগেই গড়ফার একটি আবাসনে চলে এসেছিলেন পল্লবী।
অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, এক বন্ধুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন পল্লবী। হাওড়ার বাড়ি থেকে গড়ফার ফ্ল্যাটে চলে আসার কারণ সম্ভবত সেটাই।
পুলিশ প্রাথমিক তদন্তেরে ভিত্তিতে জানায়, পল্লবীর সঙ্গে যে বন্ধু গড়ফার ওই ফ্ল্যাটে থাকতেন তার সঙ্গে মৃ্ত্যুর আগের দিন রাতে কথা কাটাকাটি হয়েছিল অভিনেত্রীর।
পুলিশ এ কথাও জানায়, পল্লবী মৃত্যুর সময়ে বাড়ির বাইরে ছিলেন তার বন্ধু।
প্রসঙ্গত, পল্লবীর অভিনয় জীবন খুব বেশিদিনের নয়। পর্দায় তার প্রথম বড় চরিত্র ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে। তবে নায়িকা হিসেবে বড় সুযোগ, ‘আমি সিরাজের বেগম’ ছবিতে। ওই ছবিতে পল্লবীকে দেখা গিয়েছিল সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে।
সূত্র: আনন্দ বাজার