স্কুল ছাত্রীকে অপহরণে দায়ে মামলা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল পড়ুয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এনিয়ে রবিবার (১৫ মে) সকালে ফুলবাড়ী থানায় অপহরণে জড়িত রেজাউল ইসলাম রাজুসহ তার সহযোগী অপর ২জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন নিখোঁজ শিক্ষার্থীর পিতা।
জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকার হাছেন আলীর ছেলে রেজাউল ইসলাম রাজু (১৯) মেয়েটিকে বেশ কয়েক মাস ধরে উত্যক্ত করে আসছিল।গেলো শনিবার সকালে অন্যন্য দিনের মত শিক্ষার্থীটি তার প্রতিষ্ঠান দক্ষিন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। বিকাল ৫টার মধ্যে তার বাড়ীতে ফেরার কথা থাকলেও আর বাসায় আসেনি। এনিয়ে দুশ্চিন্তায় পরে পুরো পরিবারটি। তারা মেয়েটির সন্ধানে পরিচিত আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজখবর করে। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। এসময় গভীর রাতে অপরিচিত এক মোবাইল নম্বর থেকে শিক্ষার্থীটি রেজাউল ইসলাম রাজুর বাসায় আছে বলে জানানো হয়।
এ ঘটনার পর শিক্ষার্থীটির বাবা রেজাউল হক রবিবার সকালে রেজাউল ইসলাম রাজু ও তার সহযোগী হিসেবে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (১৯) এবং কামাল মিয়ার ছেলে সাগর মিয়ার (২০) নাম উল্লেখ করে একটি অপহরণের মামলা করেন। তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্যক্ত ও ভয়ভীতি দেখিয়ে আসছিল ছেলেটি। এনিয়ে রাজুর পরিবারে একাধিকবার অভিযোগ করা হয়েছিল।
তবে এ নিয়ে রেজাউল ইসলাম রাজুর মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে তার চাচাতো ভাই রাসেল মিয়া জানান, দুই জনের মধ্যে সম্পর্ক রয়েছে। উদ্ভুত পরিস্থিতে দুই পক্ষের লোকজনকে নিয়ে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. ফজলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।
মেঘ হাসান