আর্কাইভ থেকে ইউরোপ

গ্রীসে আগুনে পুড়ে গেছে প্রমোদতরী

গ্রীস উপকূলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি প্রমোদতরী। শুক্রবার কোরফু দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খারণ জানা যায়নি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম কাথিমেরিনি জানায়, দুর্ঘটনার সময় এমএসসি লিরিকা নামে প্রমোদতরীটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড সদস্যরা। হঠাৎই জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার কুন্ডুলিতে আকাশ ছেয়ে যায়।

এমএসসি লিরিকা কর্তৃপক্ষ জানায়, দুই হাজার তিন শ’ আরোহী ধারণক্ষমতাসম্পন্ন যানটিতে একান্ন জন ক্রু ছিল। তবে দুর্ঘটনার সময় জাহাজের কর্মীদের কেউই উপস্থিত ছিল না। তাই কেউ হতাহত হয়নি। তবে পুড়ে ছাই হয়ে গেছে জাহাজে থাকা ফাইবার গ্লাসের দুইটি লাইফবোট। আগুনে জাহাজের স্টার বোর্ড সাইডে ক্ষতি হয়েছে বলে জানা গেছে প্রাথমিক তদন্তে।

কয়েক ঘণ্টার একান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ডের একাধিক ইউনিট ও ফায়ার সার্ভিস কর্মীরা। জাহাজটি মেডিটেরিয়ান শিপিং কোম্পানির ছিল।

জানুয়ারী মাস থেকে কোরফু দ্বীপের বন্দরে প্রমোদতরীটি নোঙর করা ছিল। করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর ধরে ক্রুজ ইন্ডাস্ট্রিতে ধস নেমেছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন