আর্কাইভ থেকে বাংলাদেশ

তামিম-জয়ের ব্যাটে বিউটিফুল বাংলাদেশ

সাগরিকার উইকেটে রান হয় ভালো। সেটা করে দেখিয়েছে শ্রীলঙ্কা। এবার তা করে দেখাচ্ছে বাংলাদেশ। বিনা উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনে (মঙ্গলবার) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা। 

দিনের শুরুটা হয় তামিম ইকবালের অর্ধশতক দিয়ে। ক্যারিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি পূরণ করেন লোকাল বয়। তারপর মাহমুদুল হাসান জয়ের দ্বিতীয় ফিফটিতে এখন বেশ পরিনত স্কোরের দিকেই যাচ্ছে টাইগাররা। 

এরআগে নাঈম হাসান, সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৩৯৭ রানে থামে দিমুথ করুনারত্নের দল। লঙ্কানদের হয়ে ব্যাট হাতে অনবদ্য একটি ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে ১ রানের আক্ষেপ নিয়ে, ১৯৯ রানে ফিরতে হয় তাকে। 

দিনেশ চান্দিমালের ৬৬ ও কুশল মেন্ডিসের ৫৪ রানের ইনিংসে ভর করে ১৫৩ ওভারে ৩৯৭ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে একাই ৬টি উইকেট শিকার করেন ১৫ মাস পর একাদশে সুযোগ পাওয়া নাঈম হাসান। এছাড়া সাকিব আল হাসান ৩টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট শিকার করেন।

হাসিব মোহাম্মদ  

এ সম্পর্কিত আরও পড়ুন