আর্কাইভ থেকে বাংলাদেশ

গম রপ্তানি বন্ধ বিষয়ে ভারতীয় হাইকমিশন যা জানালো

ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করে যে নির্দেশাবলী দেয়া হয়েছে তা ইতোমধ্যে রপ্তানির জন্য চুক্তিবদ্ধ গমের চালানের উপর কোন প্রভাব ফেলবে না । জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

আজ মঙ্গলবার (১৭ মে) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি গণমাধ্যমে ভারত কর্তৃক গম রপ্তানির ওপর ‘নিষেধাজ্ঞা’র খবর প্রকাশের পর এ বিষয়ে ভারতীয় হাইকমিশন তাদের বক্তব্য তুলে ধরেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ খাদ্যের প্রাপ্যতা সুরক্ষিত করতে, খাদ্যমূল্যের সাথে সম্পর্কিত মুদ্রাস্ফীতি প্রশমিত করতে এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্রসহ অন্যান্য দেশের খাদ্যের প্রকৃত চাহিদাগুলোকে নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞার ব্যবস্থা নেয়া হয়েছে।

এই নির্দেশাবলী যারা তাদের সরকারের অনুরোধে দেশের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নীতির পরিপূরক হিসেবে এই খাদ্যদ্রব্য সংগ্রহ করতে ইচ্ছুক, ভারতের সেসব প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলোতে গম রপ্তানি বন্ধ করবে না।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন