ফুটবল

বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল-বার্সা

স্প্যানিশ সুপার কাপের ফাইনেল ঠিক এক বছর আগে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।  বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় রিয়াল মাদ্রিদের।

এক বছর পর ফাইনালে আবারও মুখোমুখি এই দুই স্প্যানিশ জায়ান্ট। যাদের লড়াই ফুটবল বিশ্বে ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত।  সৌদি আরবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১টায় কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

এর আগে এই মাঠে গত বুধবার প্রথম সেমি-ফাইনালে ৮ গোলের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল।  অন্যদিকে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারায় বার্সেলোনা।

স্প্যানিশ সুপার কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত মোট ১৪ বার শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। অন্যদিকে বার্সেলোনা থেকে মাত্র দুটি শিরোপা পিছিয়ে ১২টি শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও পড়ুন