বাংলাদেশ

আমানের জামিন আবেদন নামঞ্জুর

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের  মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে হাইকোর্টের দেয়া সাজার বিরুদ্ধে করা জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ফলে এ  মামলায় হাইকোর্টের দেয়া ১৩ বছরের সাজা বহাল থাকবে তার।

রোববার (১৪ জানুয়ারি)  দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।

গেলো ১০ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়। ওই দিনই ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। একই সঙ্গে জামিন আবেদনও করেন। তবে আপিল বিভাগ ৪ ডিসেম্বর তাকে জামিন না দিয়ে লিভ টু আপিলের শুনানি করতে বলেন। এরই প্রেক্ষিতে শুনানি হয় আজ।

আদালতে আমানের আবেদনের পক্ষে শুনানি করছেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

প্রসঙ্গত,  সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন