জাতীয়

রিজভী সাহেব কী বলেন, ঠিক নেই : ডিবি প্রধান

রিজভী সাহেব কী বলেন, ঠিক নেই। তিনি হয়তো ভুলে গেছেন তার অফিসের দারোয়ানের কাছে চাবি ছিল। আবার পুলিশকে চিঠি দেন, এটা তার অস্বাভাবিকতা। বললেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিবি অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভীর বক্তব্য প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, পুলিশ রাজনীতির অংশ না। তার (রিজভীর) অসংলগ্ন কথাবার্তা নাটক, পুলিশকে নিয়ে মনগড়া কথা বলা ঠিক না।

এর আগে গেলো বৃহস্পতিবার ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রধান কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। ওই কার্যালয় নিরাপত্তাকর্মী সোহাগই তালাবদ্ধ করেছিলেন। গত ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপি প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  অক্টোবর সকালে বিএনপির প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন সোহাগ। এ সংক্রান্ত তথ্য প্রমাণ ঢাকা মহানগর পুলিশের কাছে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন