চীনে ব্যাপক তুষারধসে আটকা হাজার পর্যটক
চীনের উত্তর পশ্চিম অঞ্চলের জীনজিয়াং প্রদেশে ব্যাপক তুষারধসে আটকা পড়েছেন ১০০০ পর্যটক। পর্যটকদের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য বিখ্যাত হেমু নামক গ্রামে এসব পর্যটক আটকা পড়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন।
চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অব্যাহত তুষারপাত এর কারণে চীনে ব্যাপক তুষার ধ্বস এবং পরিবর্তনশীল বৈরি আবহাওয়া কয়েকদিন ধরে হেমু গ্রামে প্রবেশের রাস্তা বন্ধ করে রেখেছে।
দেশটির গণমাধ্যম আরও জানায়, ভারি তুষারপাত আলতা পর্বতমালা এলাকায় এক ডজনের বেশি তুষারধ্স ঘটিয়েছে। ফলে প্রাকৃতিক দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত ক্যানা এলাকায় যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে। যদিও সেখানে আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা গেছে ।
হেমু গ্রামে এখনও ঝড়ো আবহাওয়া বিরাজ করছে, থেকে থেকে হচ্ছে তুষারপাত। ফলে উদ্ধার অভিযান চালানো অসম্ভব ব্যাপার, এমনকি সেখানে খাদ্য-জ্বালানির সরবরাহ পাঠানোও এখন কঠিন। চীনের সামরিক বাহিনীর কয়েকটি হেলিকপ্টার গ্রামটিতে ময়দা ও জ্বালানি সরবরাহ করছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, জিনজিয়াং প্রদেশের মহাসড়ক ব্যবস্থাপনা দপ্তরের প্রধান ঝাও জিনশেং সাংবাদিকদের বলেছেন, ‘শীত মৌসুমে হেমু কিংবা আলতাই পার্বত্য অঞ্চলের অন্যান্য এলাকায় ব্যাপক তুষারপাত বিরল ঘটনা নয়, তবে যে মাত্রার তুষারধস হয়েছে— এত বড় আকারের ধস এ অঞ্চলে বিরল।’