আর্কাইভ থেকে বাংলাদেশ

টানা ১ মাস করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তাই মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। এ নিয়ে এক মাস (৩০ দিন( দেশে করোনায় কেউ মারা যায়নি। সবশেষ গত ২০ এপ্রিল করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রাক্ত হয়েছে ৫০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯।

আজ শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৬৩১৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯।  

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭৫ জন।     

এ সম্পর্কিত আরও পড়ুন