দায়িত্ব নিয়েই ইসরায়েলের পক্ষের নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলপন্থি একাধিক নির্বাহী আদেশ বাতিল করেছেন জোহরান মামদানি। তার এ সিদ্ধান্তে ফিলিস্তিনের অধিকারকর্মীরা প্রশংসা জানালেও তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল সরকার।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) প্রথম কার্যদিবসে মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেন।
এর মধ্যে ছিল ইসরাইল বয়কট সংক্রান্ত বিধিনিষেধ এবং ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) বিতর্কিত ইহুদি-বিদ্বেষ সংজ্ঞা গ্রহণের আদেশ।
ফিলিস্তিনপন্থি সংগঠনগুলো বলছে, এসব আদেশ মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করছিল। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) নিউইয়র্ক শাখা সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে।
অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘ইহুদি–বিদ্বেষ উসকে দেওয়ার’ শামিল।
এসএইচ//