জাতীয়

অভিযান দেখে দোকান খোলা রেখেই পালালেন ব্যবসায়ীরা

খাদ্য মন্ত্রণালয়য়ের অভিযান দেখে দোকান খোলা রেখেই পালালেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে ভোক্তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতে কারওয়ান বাজারে চালের দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত এই তদারকি পরিচালনা করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কুল প্রদীপ চাকমার নেতৃত্বে পরিচালিত এই তদারকি কার্যক্রমে খুচরা বাজারে চালের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের সঙ্গে যাচাই-বাছাই করা হয়। চালের দামের বিভিন্নতা যাচাই করে ব্যবসায়ীদের স্বচ্ছতা বজায় রাখতেও নির্দেশনা দেয়া হয়।

তিনি বলেন, সম্প্রতি বৈঠকে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন  চার দিনের মধ্যে চালের দাম কমাবেন। আজকে দ্বিতীয় দিন। আমরা এখন বাজার ঘুরে তদারকি কার্যক্রম পরিচালনা করছি। আরও দুই দিন এই তদারকি চলবে। এরপরও যদি দাম না কমানো হয়, তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে দোকান খোলা রেখে পালানোর বিষয়ে  অন্যরা দাবি করেন, দোকানদাররা সকালের নাস্তা করতে গেছেন।

উপসচিব আরও বলেন, চালের বাজারে খুচরা ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীদের এবং পাইকারি ব্যবসায়ীরা আড়ৎদারদের দোষারোপ করছেন। এ বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন।

প্রসঙ্গত, বাজার তদারকিতে বিভিন্ন অসংগতির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হলেও কোনো জরিমানা করা হয়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন