সমালোচনা করায় ৫০ বছরের কারাদণ্ড
থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় দেশটির এক নাগরিককে ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ব্যাংককের কঠোর রাজপরিবার অবমাননা আইনে এ যাবতকালের মধ্যে এটি ছিল সবচেয়ে দীর্ঘ মেয়াদের সাজা। বৃহস্পতিবার দেশটির একটি লিগ্যাল রাইট গ্রুপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে থাইল্যান্ড এ বিতর্কিত আইনের ব্যবহার বাড়ানোর মধ্যে এ মামলার বেশ কয়েক বছর পর রেকর্ড ভঙ্গ করা এ সাজা দেয়া হলো। সমালোচকরা বলেন, এটি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ থামিয়ে দেয়ার একটি কৌশল।
আদালত সূত্র জানায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই নগরীর একটি আপিল আদালত ৩০ বছর বয়সী মংকোল থিরাকোট ৫০ বছরের এ সাজা দেয়। গণতন্ত্রপন্থী সাবেক এ কর্মী তার ফেসবুক একাউন্টে রাজপরিবার অবমাননাকর পোস্ট দেয়ার দায়ে তাকে এ সাজা দেয়া হয়।
প্রাথমিকভাবে একটি নিম্ন ফৌজদারি আদালত তাকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু তার আপিল আবেদনের শুনানি চলাকালে আরো ১১টি মামলায় থিরাকোটকে দোষী সাব্যস্ত করায় তার এ রেকর্ড ভঙ্গ করা সাজা হয়।