একই সঙ্গে অবসরের ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার
২০১৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের চার নারী ক্রিকেটার একই সঙ্গে অবসরের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা হলেন- আনিসা মোহাম্মদ, শাকেরা সেলমান, কিসিয়া নাইট ও কিশোনা নাইট।
ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলে ৩০৫ উইকেট শিকার করেন আনিশা। অন্যদিকে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা শাকেরা সেলমানের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৮২ ও ৫১ উইকেট নিয়েছেন। খেলেছেন ১০০ ওয়ানডে ও ৯৬ টি-টোয়েন্টি।
আর কিসিয়া ও কিশোনা দু’জন ক্রিকেটার যমজ বোন। দুজনেই আগামী ফেব্রুয়ারিতে ৩২ বছর পূর্ণ করবেন। কিসিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১১ সালে। ৮৭ ওয়ানডে খেলে করেন ১৩২৭ রান। টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে তার রান ৮০১। মূলত তিনি উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন কিশোনা। ৫১ ওয়ানডে ম্যাচে করেন ৮৫১ রান। ৫৫ টি-টোয়েন্টিতে তার রান ৫৪৬।