জোড়া হাফ সেঞ্চুরিতে সিলেটকে হারালো চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। খেলায় শাহাদাত হোসেন দিপু ও নাজিবুল্লা জাদরানের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সিলেটকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম।
শুক্রবার মিরপুর শেরে বাংলায় প্রথমে ব্যাট করতে নেমে ১৭৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ৫৯ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে চট্টগ্রাম। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন দিপু ও জাদরান। দুজনে মিলে গড়েন ১২১ রানের জুটি। দিপু অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৭ রানে। আর জাদরান খেলেন ৩০ বলে ৬১ রানের হার না মানা ইনিংস।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগতো হোম। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী ভাবে ব্যাট চালাতে থাকেন সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হাসান শান্ত।
৩০ বলে ৩৬ রান করে শান্ত আউট হলে জাকির হাসানকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মিথুন। ২৮ বলে ৪০ রান করে মিথুন আউট হলে হ্যারি টেক্টরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকির।
দুর্দান্ত ব্যাটিং করে ৩১ বলে নিজের ফিফটি তোলার পর ৪৩ বলে অপরাজিত থাকেন ৭০ রানে। পাশাপাশি হ্যারি টেক্টর করেন ২০ বলে ২৬ রান। আর সিলেটের সংগ্রহ দাড়ায় ১৭৭