আবারও এক সাথে মাঠে নামবেন মেসি-সুয়ারেজ
প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারও শুরু হচ্ছে একসময় বার্সেলোনায় খেলা দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জুটি। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার সকাল ৭টায়, এল সালভাদরের সঙ্গে মায়ামির প্রীতি ম্যাচ দিয়ে দেখা হবে এই দুই বন্ধুর।
সাড়ে তিন বছর আগে ২০২০ সালের আগস্টে সর্বশেষ একসঙ্গে মাঠে দেখা গিয়েছিল এ দুজনকে। তবে একসঙ্গে খেলা সেই ম্যাচ সম্ভবত মনে রাখতে চাইবেন না তারা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৮–২ গোলে হেরেছিল সেই সময়ে তাঁদের ক্লাব বার্সেলোনা।
এরপরই বার্সায় ব্রাত্য হয়ে পড়ায় ক্লাব ছাড়তে হয়েছিল সুয়ারেজকে। তবে সেই দুঃস্মৃতি কবর দিয়েই এবার নতুন গল্প লেখার জন্য মাঠে নামবেন সুয়ারেজ। ধারণা করা হচ্ছে, পুরো ম্যাচ না খেললেও কিছু সময় একসঙ্গে দেখা যেতে পারে দুজনকে।
এর আগে বার্সায় দুজন একসঙ্গে সব মিলিয়ে খেলেছিলেন ২৫৮ ম্যাচ। যেখানে মেসির সহায়তায় সুয়ারেজ গোল করেন ৪৩টি, আর সুয়ারেজের সহায়তায় মেসি করেন ৫৬ গোল।