সাকিবদের হারিয়ে জয় দিয়ে আসর শুরু তামিমের বরিশালের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। খেলায় রংপুরকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
শনিবার মিরপুর শেরে বাংলায় ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা এনে দেন তামিম ইকবাল। ৫ টি চার ও ১ ছক্কায় সংগ্রহ করেন ২৪ বলে ৩৫ রান। বরিশালের আরেক ওপেনার ইব্রাহীম জাদরান করেন ১৬ বলে ১৫ রান।
এছাড়াও মুশফিকুর রহিমের ২৬ মেহেদী হাসান মিরাজের ২০ রানের পর শেষ সময়ে মাহমুদউল্লাহ রিয়াদের ২ ছক্কায় ১১ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে ৫ বল হাতে রেখে জয় পায় বরিশাল।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রংপুর। খালি হাতে ফিরে যান ব্রান্ডন কিং। এরপর দ্বিতীয় ওভারে আরও দুই উইকেট হারায় রংপুর। মাত্র ৫ রান করে ফিরে যান রনি তালুকদার আর সাকিব আউট হন ২ রান করে।
১৫ রানেই ৩ উইকেট হারানোর পর অধিনায়ক নুরুল হাসান সোহান ও আজমতউল্লাহ ওমরযাই মিলে দলকে কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও দলীয় ৩১ রানের মাথায় ৯ বল খেলে ৬ রান করে আউট হন আজমতউল্লাহ।
এরপর দলীয় ৬৫ রানের মাথায় ২৩ বলে ২৩ রান করে ফিরে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ দিকে এসে শামিম হোসেন পাটোয়ারী ৩৩ বলে ৩৪ আর মাহাদী হাসানের ১৯ বলে ২৯ রানে ভর করে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর।