ফুটবল

ব্যালন ডি'অর এবং দ্য বেস্ট 'বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে'

ব্যালন ডি'অর এবং ফিফা দ্য বেস্ট তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে দাবি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের একটি ক্রীড়া সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদো বলেন, ‘ব্যালন ডি'অর এবং দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। আমি বলবো না মেসি, হলান্ড বা এমবাপ্পে পুরুস্কারের যোগ্য ছিলো না। আমাদের পুরো মৌসুমটি বিশ্লেষণ করতে হবে। গোলের সংখ্য দেখা উচিৎ।’

উল্লেখ্য, গেল মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি মোট ৫৪ গোল করেছিলেন।  তারপরও এবারের ব্যালন ডি’আর কিংবা দা বেস্ট, কোনোটিরই সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না তিনি।

২০২৩ সালের দুটি পুরস্কারই জিতেছেন বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসি। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির পুরস্কার জেতা নিয়ে কোনো প্রশ্ন না তুললেও নিজের দৃশ্যপটের বাইরে থাকাটা যেন মানতে পারছেন রোনালদো।

এ সম্পর্কিত আরও পড়ুন