বাংলাদেশ

এখনো উদ্ধার হয়নি রজনীগন্ধা, নিখোঁজ ইঞ্জিন মাস্টার

এখনো উদ্ধার হয়নি ফেরি রজনীগন্ধা। তবে ফেরিডুবির ৫ম দিনে উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া আর একটি ট্রাক। এ নিয়ে ৯টি মালবাহী যানবাহনের মধ্যে, গত পাঁচ দিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হলো।

রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ডুবন্ত ফেরিটি ৪০-৫০ ফুট পানির নীচে। ফেরির একপাশে ওয়্যার রোপ পরানো হয়েছে। আজ আরেক পাশে হুক পরানো হয়েছে। ডুবন্ত ফেরিটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দৃশ্যমান করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

এদিকে এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের (৪৫) সন্ধান এখনো মেলেনি।

উদ্ধারকারী আরেকটি জাহাজ ঝিনাই-১ প্রসঙ্গে তিনি বলেন, এটি পানির নীচের ট্রাকগুলো কোথায় আছে, কীভাবে আছে, স্ক্যানারের সক্ষমতা আছে বলে শুনেছি। তবে এটি কখন পৌঁছাবে তা বিস্তারিত জানাতে পারেননি তিনি।

নৌ বাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, নৌবাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর অর্ধ শতাধিক ডুবুরি প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। বড় বড় ওয়্যার রোপ ফেরির নীচের একপাশ দিয়ে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আরেকপাশে ওয়্যার রোপ যুক্ত করে ফেরিকে ভাসানোর চেষ্টা চালানো হবে।

প্রসঙ্গত, কুয়াশা, তীব্র ঠান্ডা এবং স্রোত উদ্ধারকাজকে বারবার প্রলম্বিত করছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন