আওয়ামী লীগ শূন্যের ওপরে দাঁড়িয়ে আছে : মঈন খান
আজকে আওয়ামী লীগ শূন্যের ওপরে দাঁড়িয়ে আছে। তাদের পায়ের তলায় মাটি নেই। যেকোনো মুহূর্তে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে। জনগণই হচ্ছে একটি এদেশের সরকারের ভিত্তি। সেই জনগণের ভিত্তি আস্তে সরে গিয়েছে। বললেন , বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আমি স্পষ্টভাষায় উল্লেখ করে দিতে চাই, এই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে এই সরকার চরমভাবে পরাজিত হয়েছে। তাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে”।
মঈন খান বলেন, তারা বিশ্বাস করেন একটি গণতান্ত্রিক পদ্ধতি এদেশে ফিরিয়ে আনার তাদের যে আন্দোলনের প্রক্রিয়া সেই প্রক্রিয়া হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। বিএনপি নিয়মনীতিতে বিশ্বাস করে… বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এটাই হচ্ছে তফাৎ।
সংবিধান এর দোহাই দেয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। বাংলাদেশের সংবিধান স্পষ্টভাষায় বলে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক কোনো রাজনৈতিক দল নয়, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অমোঘ বানী তিনি বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের সেই ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ে পাঁচ বছরের জন্য কারো ওপরে তারা দেয় …. কেননা ১৮ কোটি মানুষ তো দেশ শাসন করতে পারে না।
প্রসঙ্গত, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এ সভায় বিএনপি ও সমমনা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।