দেশজুড়ে

শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতে দুর্ভোগে পড়া পঞ্চগড়ের ৩ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের যৌথ উদ্যোগে পঞ্চগড়ের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবির সহকারী পরিচালক (এডি) জামাল উদ্দিনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক রাশেদুল হক সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, পঞ্চগড় হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এখানে শীতের তীব্রতা খুবই বেশি। তাই এই কনকনে শীতে জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রতিবছরের ন্যায় এবারও তাদের পাশে দাঁড়িয়েছেন তারা।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করা বাহিনী বিজিবি- মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন