খেলাধুলা

বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে টাইগার যুবারা। আয়ারল্যান্ডের দেয়া ২৩৫ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ৬ বল বাকি রেখে জয়ের দেখা পায় বাংলাদেশ।

সোমবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফেন্টনে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

শুরুতে টসে জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট দেয় আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেয় মারুফ ও জীবন। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন কিয়ান হিল্টন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশে। ওপেনিং পার্টনারশিপে আসে ৯০ রান। এরপরে দ্রুত তিন উইকেট হারালে হাল ধরেন আহরার আমিন ও শিবলী। তাদের শতাধিক রানে পার্টনারশিপে গ্রুপ পর্বে প্রথম জয়ের দেখা পায় যুবারা।

শিহাব ৫৫ এবং আমিন ৪৫ রানে অপরাজিত থাকেন।

আইরিশদের হয়ে দুই উইকেট শিকার করেন স্কট ম্যাকবেথ।

বাংলাদেশের দলীয় স্কোর ২৩৯ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন