এশিয়া

ভারতে মুসলিম ছেলের নাম রাখা হলো ‘রামরহিম’

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে সর্বোচ্চ আদালতের নির্দেশে রামমন্দির নির্মাণ করেছে ভারত।

সোমবার (২২ জানুয়ারি) মহাধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। ‘রামলালা’র ‘প্রাণ প্রতিষ্ঠা’ নামের এই অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই দিনই এক পুত্র সন্তানের জন্ম দেন ভারতের ফিরোজাবাদের এক মুসলিম নারী। দিনটিকে স্মরণীয় করে রাখতে উত্তর প্রদেশ রাজ্যের ওই মুসলিম পরিবার তাদের পুত্রসন্তানের নাম রাখেন ‘রামরহিম’।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর থেকে এ তথ্য জানা গেছে।

খবরে জানানো হয়েছে, হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই নবজাতকের এমন নাম রেখেছেন ওই মুসলিম পরিবার।

ফিরোজাবাদের জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানান, সোমবার (২২ জানুয়ারি) পুত্রসন্তানের জন্ম দেন ওই মুসলিম নারী। সন্তান ও মা দুজনেই সুস্থ আছেন। ভূমিষ্ঠ হওয়ার পরই নবজাতকের নাম ঠিক করে ফেলেছিল তার পরিবার। মূলত এই নাম রাখার প্রস্তাব রাখেন নবজাতকের দাদি হুসনা বানু। সদ্যোজাত শিশুর ‘রামরহিম’ নাম সমর্থন করেছে পরিবারের অন্য সদস্যরাও।

এ প্রসঙ্গে নবজাতকের দাদি হুসনা বানু বলেন, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই নাতির নাম রেখেছি ‘রামরহিম’।

এ সম্পর্কিত আরও পড়ুন