আমাদের একজন সাকিব আল হাসান আছেন: বাবর আজম
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ খেলেই ঢাকার উদ্দেশ্যে উড়াল দেন বাবর আজম। গতকাল সোমবার রাতে ঢাকায় পৌঁছেই আজ মঙ্গলবার খেলতে নেমেছেন বিপিএলে তার দল রংপুর রাইডার্সে হয়ে।
খেলতে নেমেই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অপরাজিত ৫৬ রানের ইনিংসে রংপুরের জয়ে দারুণ ভূমিকাও রাখেন বাবর। তবে বাবর দলের সাথে যোগ দিলেও দলে নেই রাইডার্সের সব থেকে বড় তারকা সাকিব আল হাসান।
চিকিৎসার জন্য সাকিব অবস্থান করছেন সিঙ্গাপুরে। বাবর এসে সাকিবকে না পেলেও একই দলে খেলায় আনন্দিত তিনি। সিলেট-রংপুর ম্যাচের ফাঁকে টিভি সম্প্রচারকদের এমন কথাই জানিয়েছেন বাবর, ‘তিনি (সাকিব) একজন কিংবদন্তি, খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর অনেক ভালো অভিজ্ঞতা আছে। আমার জন্য ভালো যে আমাদের একজন সাকিব আল হাসান আছেন।’