সাবেক প্রেমিককে ফেরাতে কালাজাদু
সাবেক প্রেমিককে ফেরাতে কালাজাদুর আশ্রয় নিয়ে প্রতারণার শিকার হলেন এক তরুণী। জ্যোতিষীর প্রতারণার ফাঁদে পা দিয়ে ৮ লাখ ২০ হাজার টাকা খুইয়ে বসেন তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর জালাহাল্লি এলাকায়।
সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পত্রিকাটি জানায়, গেলো বছর সেপ্টেম্বরে আব্দুল নামে এক জোত্যিষির সাথে ইন্টারনেটে পরিচয় হয় ভুক্তভোগী তরুণীর। তার সাবেক প্রেমিকের পরিবার থেকে যেন তাদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি না জানানো হয়, সে জন্য তরুণীকে একটি বিশেষ আচার পালন করতে বলেছিলেন আব্দুল। সে কারণে পারিশ্রমিক বাবদ ৫০১ টাকা নিয়েছিলেন তিনি। ডিজিটাল মাধ্যমে টাকা পাঠানোর পর তরুণীর ছবিসহ তার সঙ্গে সাবেক প্রেমিকের ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ছবিও চেয়েছিলেন আব্দুল। এমনকি পরিবারের সদস্য এবং তার সব বন্ধু-বান্ধবের ছবিও আব্দুল চেয়েছিলেন বলে তরুণীর অভিযোগ।
ওই তরুণী আরও বলেন, বিশেষ আচার পালন করে ‘কালোজাদু’ করতে বলেছিলেন আব্দুল। সে কারণে পরে ২ লাখ ৪০ হাজার টাকা তরুণীর কাছে পারিশ্রমিক হিসাবে চেয়েছিলেন তিনি।ওই পারিশ্রমিক পরিশোধের পরে। আবারও প্রায় দেড় লাখ টাকা তরুণীর কাছে দাবি করেন আব্দুল। বারবার এত টাকা দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে তরুণীকে হুমকি দিতে শুরু করেন তিনি।
প্রসঙ্গত, আব্দুল এবং তার দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা প্রতারণার অভিযোগ অস্বিকার করে। তরুণীকে নানা রকম আচার-অনুষ্ঠান পালন করার জন্য জোর করতেন বলে দাবি করেন আ। যে টাকা তিনি পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন, তা পুরোটাই তরুণীকে ফিরিয়ে দেবেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।