ক্রিকেট

হংকংকে হারিয়ে ইতিহাস গড়লো ফিলিস্তিন

যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন এশিয়ান কাপে ইতিহাস গড়লো।  প্রতিযোগিতাটিতে ফিলিস্তিন প্রথমবারের মতো কোন ম্যাচে পেলো জয়ের দেখা। হংকংকে হারানো সেই জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বও নিশ্চিত করেছে দেশটি।

মঙ্গলবার রাতে দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলে ৩-১ গোলের জয় পেয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।  খেলার মাত্র ১২ মিনিটেই এগিয়ে যায় ফিলিস্তিন। গোল করেন ওদায় দাবাগ।

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় ফিলিস্তিন। গোল করেন জাইদ কুনবার।  এরপর ৬০ মিনিটে ফের গোল করেন ওদায় দাবাগ।

গ্রুপ সি থেকে তৃতীয় হয়ে পরের পর্ব নিশ্চিত করেছে ফিলিস্তিন। তিন ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ফিলিস্তিনের পয়েন্ট ৪। এই গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের পর্বে গেছে ইরান। আর দ্বিতীয় হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের পয়েন্টও অবশ্য ফিলিস্তিনের মতোই ৪। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ছিল তারা। ফিলিস্তিন মূলত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটির একটি হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন