ফুটবল

ক্রীড়ামন্ত্রী পাপনের কাছে বাফুফের বড় অঙ্ক দাবি

নতুন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে বেশ বড় অঙ্কের দাবি জানিয়েছে ফুটবল ফেডারেশন।  আজ বুধবার বাফুফে কর্মকর্তারা নতুন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে স্টেডিয়াম সংকটের পাশাপাশি সীডমানির (স্থায়ী আমানত) বিষয়টিও উত্থাপন করেছেন। স্থায়ী আমানতের সুদ দিয়ে ফুটবল ফেডারেশন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে।

ফুটবল ফেডারেশনের আর্থিক সাহায্যের পরিমাণটি বেশ স্বাভাবিকই দেখছেন নতুন মন্ত্রী নাজমুল হাসান পাপন, ‘ফুটবলের ব্যাপ্তি অত্যন্ত বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয় ফলে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে স্বাভাবিক।’

তবে ফুটবল ফেডারেশনের সীড মানি নিয়ে এখনই ভাবছেন পাপন, ‘এখনই ১০০ কোটি সীড মানি নিয়ে ভাবছি না। এটা নিয়ে মন্ত্রণালয়-সরকারের সঙ্গে বসতে হবে। তাদের রাজি করানো যাবে কি না জানি না।’

ক্রীড়ামন্ত্রী সীড মানির চেয়ে ফুটবলের বর্তমান সংকট নিরসনকে বেশি প্রাধান্য দিয়েছেন, ‘আপাতত সামনে যে খেলাগুলো রয়েছে সেগুলো স্পন্সর করা। অবকাঠামো সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার দিকেই নজর বেশি।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন