হিজাব কাটায় কুমিল্লা নার্সিং কলেজে বিক্ষোভ
কুমিল্লার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তিন শিক্ষার্থীর হিজাব কেটে ছোট করার ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। হিজাব বড় করে পরিধান করার ফলে বেল্ট দেখা না যাওয়ায় হিজাব কেটে দেন মেডাম, অভিযোগ শিক্ষার্থীদের।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২১ জানুয়ারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন শিক্ষক মিরন নাহার। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বেল্ট দ্বারা চিহ্নিত করা হয়। আমরা যারা হিজাব বড় করে পরি তাদের বেল্ট দেখা যায় না। এ অভিযোগে মেডাম আমাদের হিজাব কেটে দেন।
তাদের দাবি, বেল্ট দিয়ে কেন ক্লাস চিহ্নিত করতে হবে। অন্য কোনো উপায়ে-তো এটা করা যায়। আমরা ক্যাম্পাসে নিরাপত্তা চাই। মেয়েরা যাতে শালীনভাবে চলাফেরা করতে পারে এটা চাই। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে কুমিল্লার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আকবরী খানমকে একাধিকবার ফোন ও খুদেবার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে যায়। তারা বিক্ষোভকারী শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। কর্তৃপক্ষ বৃহস্পতিবারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সরে যায়।
এএম/