আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকা টেস্ট : লিডের স্বপ্ন দেখছে টাইগাররা

ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই বিপজ্জনক হয়ে ওঠা লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট শিকার করেছে বাংলাদেশ। ফলে সাকিব-এবাদতরা দেখছেন লিডের স্বপ্ন। তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। এরমধ্যে হানা দিয়েছে বৃষ্টি। 

২ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে  লঙ্কানরা।  নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে হারায় তারা। বল হাতে বাংলাদেশকে ভোগানো এই পেসার বোল্ড হন এবাদত হোসেন চৌধুরীর বলে। তবে করুনারত্নে ত্রাস ছড়িয়ে যাচ্ছিলেন, আশায় ছিলেন শতকের।

তার সেই আশায় গুঁড়েবালি হয় সাকিব আল হাসানের কল্যাণে। সাকিবের বলে বোল্ড হয়ে দলীয় ১৬৪ রানে সাজঘরে ফেরেন সফরকারী অধিনায়ক। বিদায়ের আগে ১৫৫ বলের মোকাবেলায় ৯টি চারের সাহায্যে ৮০ রান করেন করুনারত্নে।

অবশ্য আগের ম্যাচে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউস আর ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে ভর করে লঙ্কানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ম্যাথিউস ৭৬ বলে ২৫ ও ও ধনঞ্জয়া ৪০ বলে ৩০ রান করে অপরাজিত রয়েছেন। মোট ৭০.১ ওভার ব্যাট করে শ্রীলঙ্কার সংগ্রহ ২১০ রান, ৪ উইকেট হারিয়ে।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন, প্রথম সেশন শেষে)
টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)
মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫
রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২১০/৪ (৭০.১ ওভার)
করুনারত্নে ৮০, ওশাদা ৫৭, ধনঞ্জয়া ৩০*, ম্যাথিউস ২৫*
সাকিব ৩৮/২, এবাদত ৫৪/২

শ্রীলঙ্কা ১৫৫ রানে পিছিয়ে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন