বাংলাদেশ

রাজধানীর সড়কে প্রাণ গেলো ৩ যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন এক তরুণী ও এক যুবক। যাত্রাবাড়ীর দুর্ঘটনাটি ঘটেছে পুলিশের গাড়ির ধাক্কায়।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে এবং বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে আলাদা স্থানে এ দুর্ঘটনা ঘটে। পৃথকভাবে বিষয়গুলো নিশ্চিত করেছেন, খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এবং যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শ জানান,গেলো বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ডেমরা রোডের ভাঙাপ্রেস ছাগলের আড়ত সংলগ্ন এক্সপ্রেসওয়েতে রোড ডিভাইডারের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে  দুজন রাস্তা পার হচ্ছিলেন। তখন পুলিশ লাইনের ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন মারা যান এবং একজন আহত হন। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিহত যুবকের নাম রোমান (৩০) এবং আহত তরুণীর নাম মরিয়ম। তারা সম্পর্কে স্বামী স্ত্রী।

এদিকে খিলক্ষেত থানা পুলিশ জানায়, ভোর রাতের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। এতে  এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সজীব হোসেন মারা যান।

নিহত সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় থাকতেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন