ক্রিকেট

আরিফুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে জুনিয়র টাইগাররা।

শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ে নেমে ২৮ বলে ১৩ রান করে আউট হন আদিল বিন সিদ্দিক।  এরপর ৪৫ বলে ২৭ রান করে আউট হন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি।   অপর প্রান্তে ব্যাট চালিয়ে ৪০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন রিজওয়ান।

এরপর টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম। তাকে যোগ্য সঙ্গ দেন আহার আমিন। ৯৯ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন আরিফুল ইসলাম। তবে সেঞ্চুরি ছুঁয়েই কিছুক্ষণ পরেই বিদায় নেন আরিফুল। অন্যদিকে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৪৯ বলে ৪৪ রান করে ক্যাচ আউট হন আমিন।

এরপর শিহাব জেমসের ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসের সাথে পারভেজ জীবনের ৭ বলে ১৩ রান এবং রাফির ৬ বলে অপরাজিত ৭ রানের ভর করে সাত উইকেট হারিয়ে করে পাহাড় সমান ২৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন