আন্তর্জাতিক

‘বড়লোকের বেটি লো’র স্রষ্টা রতন কাহার পাচ্ছেন ‘পদ্মশ্রী’ সম্মান

‘বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল’- এই গানটি অনেকেরই পরিচিত। দুই বাংলায় বহুল পরিচিত এই গান। সেই কালজয়ী গানের লেখক রতন কাহার এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার।

গেলো বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ‘পদ্ম পুরস্কার ২০২৪’ ঘোষণা করে ভারত সরকার।

বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহারের লেখা গানের সংখ্যা গুনে শেষ করাও কঠিন। আড়াই শর বেশি লোকগান গেয়েছেন তিনি। তাঁর লেখা ‘বড়লোকের বিটি লো’ অনেকেই গেয়েছেন দুই বাংলায়।

১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন এবং এই গানটি প্রথম গেয়েছিলেন স্বপ্না চৌধুরী।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া রতন কাহার জানান, “সবাই আমায় এত ফোন করছে, খুব ভালো লাগছে। এর মতো ভালো আর কী হতে পারে! পশ্চিমবঙ্গ সরকার কিছু না দিলেও, ভারত সরকার আমায় এভাবে সম্মানিত করেছে, এর জন্য আমি খুবই গর্বিত। আমার জীবন ধন্য। আমার অনেক গান আছে”।

বড়লোকের বিটি লো’ প্রসঙ্গে রতন কাহার বলেন,তিনি ভাবতেই পারেননি গানটা এত ভালো হবে। এ রকম অনেক গান তার কাছে আছে। বাড়িঘর না থাকায় বহু গান নষ্ট হয়ে গেছে।

বর্তমানে চরম আর্থিক দুর্দশায় রয়েছেন রতন কাহার। কিছুদিন আগে একাধিক ভারতীয় প্রতিবেদনে উঠে এসেছিল তাঁর দুর্দশার কথা। সঞ্চয় করা টাকা থেকে পাওয়া সামান্য সুদ ও পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্পী ভাতায় কোনো রকমে সংসার চলছে তাঁর। পশ্চিমবঙ্গ সরকার তাকে একটি বাড়িও করে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি পদ্ম সম্মানের ঘোষিতদের হাতে পদক তুলে দেবেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন