ক্রিকেট

বরিশালের বিপক্ষে রানের পাহাড় চট্টগ্রামের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল।  খেলায় শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে বন্দর নগরীর দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জারস বনাম ফরচুন বরিশাল। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে বন্দর নগরীর দেশটি।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। ৩ বাউন্ডারিতে ১২ রান করে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর দলীয় ২১ রানে ফিরে যান ইমরানুজ্জামান।

শুরুতেই ২ উইকেট হারালেও ওপেনার আভিশকা ফার্নান্দো আগলে রাখেন নিজের উইকেট। ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৫০ বলে ৯১ রানের এক দুর্দান্ত ইনিংস। তাকে সঙ্গ দিয়ে শাহাদত হোসেন দিপু ৩১, নাজিবুল্লা জাদরান ১৮ এবং কার্টিস ক্যাম্ফার করেন অপরাজিত ২৯ রান।

বরিশালের হয়ে তাইজুল ইসলাম নেন সর্বোচ্চ ২ টি উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন