জাতীয়

‘স্বার্থান্বেষী গোষ্ঠী সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে’

কয়েকটা স্বার্থান্বেষী গোষ্ঠী মাঝে মাঝে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে। যে উৎস্য থেকে চালের দাম বৃদ্ধি করা হয়েছে তা নির্ধারণ করে সেই প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে। প্রয়োজনে জড়িতদের রিমান্ডে নেয়া হবে। বললেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন,  মোকামে যে চক্র কেজি প্রতি চালের দাম ৪ টাকা বাড়িয়েছে । তারা সারাদেশে প্রচার করেছে ধানের দাম বেড়ে গেছে। ধানের দাম কেন বাড়ল তা তদন্তের ব্যাপার। ধানের দাম যদি বেড়েও থাকে তাহলে সেই চাল আসবে বৈশাখ মাসে। তাদের ট্রাকভাড়া, কর্মচারী বেতন দোকানভাড়া বাড়েনি। ধানের দাম বেড়ে যাওয়ার উছিলায় তারা যে একই ধান থেকে পাওয়া চালে যে ৪ টাকা বাড়িয়ে দিল তা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি বলেন, সামনে রমজান আসছে, সবার ধারণা রমজানে মনে হয় দ্রব্যমূল্য বেড়ে যাবে। মজুদ পর্যাপ্ত রয়েছে। প্রতিটা পণ্যের মজুদের কোনো ঘাটতি নেই। দাম যাতে না বাড়ে এজন্য প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।

ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে সফিকুজ্জামান বলেন, চাল, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ডিম নিয়ে যারা কারসাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সামনে রমজান আসছে এ রমজানে ডাল, চিনি ও তেলের দাম না বাড়াতে পারে সে বিষয়ে ভোক্তা অধিকার গুরুত্ব দিচ্ছে।

প্রসঙ্গত, সভায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন