দেশজুড়ে

পঞ্চগড়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

পঞ্চগড়ে একটি বাড়ি থেকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। উদ্ধারের পর প্রাণীটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে পঞ্চগড় পৌর এলাকার মসজিদ পাড়া এলাকার আশরাফুল নামে এক ব্যক্তির বাড়ির কবুতরের খাচা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও বন বিভাগের কর্মীরা বলছে, আশরাফুলের বাড়ির লোকজন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে কবুতরের খাচায় একটি ভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পান। এর মাঝে প্রাণীটি চারটি কবুতর  মেরে ফেলে।

এদিকে বিকেলে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে রাতে পঞ্চগড় সদরের লাঠুয়াপাড়া এলাকায় একটি জঙ্গলে অবমুক্ত করেন। বন বিভাগের কর্মীরা বলছে, প্রাণীটির নাম গন্ধগোকুল। আর এটির ওজন প্রায় ৮ কেজি লম্বায় আড়াই ফুট ও উচ্চতায় দুই ফুট।

পঞ্চগড়ের সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষ কেন্দ্রের অফিসার ইনচার্জ মধুসুদন বর্মন বলেন, এই বিরল প্রজাতির প্রাণীটি প্রায় বিলুপ্ত। খবর পেয়ে আমরা বিকেলে ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় সদরের লাঠুয়াপাড়া এলাকায় একটি বনে অবমুক্ত করা হয়েছে। এটি অরক্ষিত এবং নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবার প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন