আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের সময় সাংবাদিকের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হাইকোর্টের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন পেশাগত দায়িত্ব পালনকালে  হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। ছাত্রলীগকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

হামলার শিকার সাংবাদিক আবির আহমেদ ডেইলি ক্যাম্পাস নামে একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন।

আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিক আবির আহমেদ গণমাধ্যমকে বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা আমি লাইভ করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর হামলা চালায়। তারা আমার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এসময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন