টানা তিন জয়ে ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশের দেওয়া ১১৪ রানের জবাবে খেলতে নেমে শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের দরকার ছিলো ৯ রান। জান্নাতুল মাওয়া ওভারের প্রথম বলটি 'নো' দিয়ে বসেন। সব মিলিয়ে প্রথম বলেই আসে ৩ রান। পরের ফ্রি হিট বল থেকে ২ রান নেয় শ্রীলংকা।
এক বলে ৫ রান খরচ করে ম্যাচ থেকে কিছুটা ছিটকে যায় বাংলাদেশের মেয়েরা। তবে ওভারের বাকি ৫ বলে থেকে মাওয়া মাত্র ২ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে। আর তাতেই ১ রানের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
রবিবার (২৮ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন রাবেয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী দলের সাথে বাংলাদেশের চতুর্থ ও শেষ খেলা আগামী ৩১ জানুয়ারি। তার আগে ৩০ জানুয়ারি পাকিস্তান খেলবে শ্রীলংকার সাথে। ২ ফেব্রুয়ারি পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল অংশ নিবে ফাইনালে।